Academy of Fine Arts
Sunday, November 17, 2013
Saturday, June 22, 2013
মমার্তে নারী নির্যাতনের প্রতিবাদে শিল্পী, সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীরা
আজ, শনিবার,২২জুন, অ্যাকাডেমী অব ফাইন আর্টসে, কলকাতা, সময় বিকেল ৪টা থেকে। মমার্তে, সম্প্রতি এই রাজ্যে নারী ধর্ষণ ও খুনের প্রতিবাদে....এক প্রতিবাদের সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশিস্ট শিল্পী সাহিত্যিকগণ। শিল্পীরা ছবি এঁকেছেন, কবিরা কবিতা পাঠ করেছেন, আর গানের ভাষায় বাতাসে নিরাপত্তা ও শান্তির আশ্বাস খুঁজেছেন। আমরা আপনাদের সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আজ মমার্তের কিছু ছবি।
বৃস্টি এসেছিল। আমরা বৃস্টি মাথায় করে কবিতা পাঠ করেছি।
প্রতিবাদ।
আমরা মৌন
এক হিংস্রতার প্রতিবাদে.
নরকের দিকে এ রাস্তা নিয়েছে বাঁক
আমরা অবাক, আমরা অবাক।
সূর্য অস্তাচলে গেলে চোখের বাতি নিভে যায়
রজনীগন্ধা ফোটে রাতকে করে আবাহন
ভিজে যায় এ পৃথিবী মায়া জোৎস্নায়
প্রেমে পাঁপড়ি মেলে প্রেমে জাগে দহন।
তবু এ কোন অরণ্য কাপুরুষ চেতনার
চৌকাঠে টেনে আনে হায়েনার হাসি, চিতার ডাক
দশ আঙ্গুলের তীক্ষ্ণ নখে চিরে ফেলে
মুনুষ্যত্ব, সামাজিক সম্ভ্রম, নির্দয় লালসায়
তুলে নিয়ে যায় বধ্যভূমিতে সদ্যফোঁটা এক কুঁড়ি।
প্রেমের সাথে আনে বিকৃত কাম।
সজাগ হোন। নরকের দিকে এ রাস্তা নিয়েছে বাঁক
থামুন । রাস্তা ঘুরিয়ে এখন আলোয় ফেরা যাক।
---অ্যালবার্ট অশোক
Wednesday, April 10, 2013
Coloured Fingers: a Solo exhibition of paintings
A solo exhibition of Paintings
by
Subhashis Ghosh
Subhashis is a young artist, his world is something un-natural, a journey in the space, where he swims to explore the secret of the universe. You can see in his paintings the abstract form of the imageries/ ideas have wings and they are flying.
In his own word, Subhashis says,
"Painting is outcome of emotions, knowledge.
Sometime I think my work is Provisional Art, sometime expressionism – but I stick
to search the core of my mind ! Originality is really ‘question the jour’ these days –
I try to follow the intensity of mind only.
“Are you changing your course ?” Not exactly, it is the subject and it’s process of
getting into the core takes responsibility to refine the execution of work.
And it is a pretty interesting passage even it stings you enough, still can find the
new gateways. Colours and strokes are getting more and more adventurous on my
canvases which I love.
Sometime I see …
A roaring horse thrashes out the hypocrisy – televisions and snail cars are landing
down by parachutes – people are somnolent - my city
I paint
While an artist like Paul Russo appreciates works, follows and watches with his keen
eyes you will feel a colossal presence for your works.
Skoda selection too holds the same, recognising views of my works.
Creation is the key of civilisation – over the time and space. Let’s celebrate that."
Subscribe to:
Posts (Atom)