আজ, শনিবার,২২জুন, অ্যাকাডেমী অব ফাইন আর্টসে, কলকাতা, সময় বিকেল ৪টা থেকে। মমার্তে, সম্প্রতি এই রাজ্যে নারী ধর্ষণ ও খুনের প্রতিবাদে....এক প্রতিবাদের সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশিস্ট শিল্পী সাহিত্যিকগণ। শিল্পীরা ছবি এঁকেছেন, কবিরা কবিতা পাঠ করেছেন, আর গানের ভাষায় বাতাসে নিরাপত্তা ও শান্তির আশ্বাস খুঁজেছেন। আমরা আপনাদের সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আজ মমার্তের কিছু ছবি।
বৃস্টি এসেছিল। আমরা বৃস্টি মাথায় করে কবিতা পাঠ করেছি।
প্রতিবাদ।
আমরা মৌন
এক হিংস্রতার প্রতিবাদে.
নরকের দিকে এ রাস্তা নিয়েছে বাঁক
আমরা অবাক, আমরা অবাক।
সূর্য অস্তাচলে গেলে চোখের বাতি নিভে যায়
রজনীগন্ধা ফোটে রাতকে করে আবাহন
ভিজে যায় এ পৃথিবী মায়া জোৎস্নায়
প্রেমে পাঁপড়ি মেলে প্রেমে জাগে দহন।
তবু এ কোন অরণ্য কাপুরুষ চেতনার
চৌকাঠে টেনে আনে হায়েনার হাসি, চিতার ডাক
দশ আঙ্গুলের তীক্ষ্ণ নখে চিরে ফেলে
মুনুষ্যত্ব, সামাজিক সম্ভ্রম, নির্দয় লালসায়
তুলে নিয়ে যায় বধ্যভূমিতে সদ্যফোঁটা এক কুঁড়ি।
প্রেমের সাথে আনে বিকৃত কাম।
সজাগ হোন। নরকের দিকে এ রাস্তা নিয়েছে বাঁক
থামুন । রাস্তা ঘুরিয়ে এখন আলোয় ফেরা যাক।
---অ্যালবার্ট অশোক