Wednesday, August 15, 2012

A group of seven artists at Academy of Fine Arts



 সাতজন শিল্পীর প্রদর্শনী 

অ্যাকাডেমি অব ফাইন আর্টস –এ সাতজন শিল্পীর প্রদর্শনী চলছে নিউ সাউথ গ্যালারী- ‘এ’ –তে। চলবে ১৫ ই আগস্ট থেকে ২১ শে আগস্ট ২০১২ , প্রতিদিন বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৮টা অব্দি।
এই প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রখ্যাত শিল্প সমালোচক, শ্রী মৃনাল ঘোষ, দেবব্রত চক্রবর্তী, ও প্রশান্ত দাঁ।
শিল্পীরা হলেনঃ ধীরেণ শাসমল, দেবাশিষ মল্লিক চৌধুরী,সুব্রত কর্মকার, রাজিব শূর রায়,কাঞ্চনমালা ঘোষ,দেবদীপ ঘোষ, ও সুব্রত ঘোষ

ঠিকানাঃ ২, ক্যাথিড্রাল রোড, কলকাতা- ১৭

















Tuesday, August 7, 2012

Art Camp and Reopening Rabindra Gallery

Today, Academy of Fine Arts, Kolkata had organised an art camp.

আজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের  প্রয়াণ দিবস। অ্যাকাডেমি অব ফাইন আর্টসে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের 'অ্যাকাডেমি বাঁচাও' কমিটি ট্রাস্টি বোর্ডের অসহযোগিতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সংগ্রহশালা ট্রাস্টি বোর্ড বন্ধ করে রেখে দিয়েছিল, চলছিল দুর্নীতি। সম্প্রতি কালে নানা আন্দোলনের ফলে ট্রাস্টি বোর্ড সম্মত হয়েছিল সংগ্রহশালা খুলে দেবে। আজ তারই আংশিক প্রতিশ্রুতি হিসাবে, রবীন্দ্র নাথের আঁকা ছবি ও ব্যবহৃত কাপড়-চোপর সহ নানা সামগ্রী যে ঘরে আছে তা আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হল।

সারাদিন অগুন্তি শিল্পীরা এসেছেন, ছবি এঁকেছেন, গান করেছেন, খাওয়া দাওয়া করেছেন।


সকাল ৯টায় আর্টক্যাম্প শুরু হয়।
--------------------------
---------------------
---------------------
-------------------------
-----------------------
------------------------
----------------------------
------------------------
----------------------
--------------------------
--------------------



২০/ ৩০ ইঞ্চি মাউন্ট বোর্ড এর উপর সব শিল্পীরা  ছবি আঁকেন। নীচে চারকোলে আঁকা একটি ছবি।























































































Today, Academy of Fine Arts, Kolkata had organised an art camp.