Today, Academy of Fine Arts, Kolkata had organised an art camp.
আজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। অ্যাকাডেমি অব ফাইন আর্টসে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের 'অ্যাকাডেমি বাঁচাও' কমিটি ট্রাস্টি বোর্ডের অসহযোগিতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সংগ্রহশালা ট্রাস্টি বোর্ড বন্ধ করে রেখে দিয়েছিল, চলছিল দুর্নীতি। সম্প্রতি কালে নানা আন্দোলনের ফলে ট্রাস্টি বোর্ড সম্মত হয়েছিল সংগ্রহশালা খুলে দেবে। আজ তারই আংশিক প্রতিশ্রুতি হিসাবে, রবীন্দ্র নাথের আঁকা ছবি ও ব্যবহৃত কাপড়-চোপর সহ নানা সামগ্রী যে ঘরে আছে তা আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হল।
সারাদিন অগুন্তি শিল্পীরা এসেছেন, ছবি এঁকেছেন, গান করেছেন, খাওয়া দাওয়া করেছেন।
সকাল ৯টায় আর্টক্যাম্প শুরু হয়।
--------------------------
---------------------
---------------------
-------------------------
-----------------------
------------------------
----------------------------
------------------------
----------------------
--------------------------
--------------------
২০/ ৩০ ইঞ্চি মাউন্ট বোর্ড এর উপর সব শিল্পীরা ছবি আঁকেন। নীচে চারকোলে আঁকা একটি ছবি।
Today, Academy of Fine Arts, Kolkata had organised an art camp.
আজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। অ্যাকাডেমি অব ফাইন আর্টসে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের 'অ্যাকাডেমি বাঁচাও' কমিটি ট্রাস্টি বোর্ডের অসহযোগিতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সংগ্রহশালা ট্রাস্টি বোর্ড বন্ধ করে রেখে দিয়েছিল, চলছিল দুর্নীতি। সম্প্রতি কালে নানা আন্দোলনের ফলে ট্রাস্টি বোর্ড সম্মত হয়েছিল সংগ্রহশালা খুলে দেবে। আজ তারই আংশিক প্রতিশ্রুতি হিসাবে, রবীন্দ্র নাথের আঁকা ছবি ও ব্যবহৃত কাপড়-চোপর সহ নানা সামগ্রী যে ঘরে আছে তা আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হল।
সারাদিন অগুন্তি শিল্পীরা এসেছেন, ছবি এঁকেছেন, গান করেছেন, খাওয়া দাওয়া করেছেন।
সকাল ৯টায় আর্টক্যাম্প শুরু হয়।
--------------------------
---------------------
---------------------
-------------------------
-----------------------
------------------------
----------------------------
------------------------
----------------------
--------------------------
--------------------
২০/ ৩০ ইঞ্চি মাউন্ট বোর্ড এর উপর সব শিল্পীরা ছবি আঁকেন। নীচে চারকোলে আঁকা একটি ছবি।
No comments:
Post a Comment