মমার্তে বসন্ত উৎসব পালিত হল।
অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনের আঙ্গিনায় মমার্তে যেখানে প্রতি শনিবার চিত্রকররা ছবি আঁকেন সেখানেই আজ বসন্ত উৎসব পালিত হল। শিল্পীরা ছবি আঁকলেন, বিশিষ্ট কবিরা এসে কবিতা পাঠ করলেন, সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করলেন। অনেক দর্শক শ্রোতা জমায়েত হয়ে আনন্দ উপভোগ করলেন। আবির মাখানো হল বন্ধু ও সতীর্থদের মধ্যে। বিকেল ৪টে থেকে রাত ৮টা অব্দি এক স্মরণীয় সন্ধ্যা অনেকেরই মনে থাকবে জীবনে দীর্ঘদিন।












































































No comments:
Post a Comment